বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
×
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ইসরায়েলের আগ্রাসন বন্ধই যুদ্ধ থামানোর একমাত্র পথ : ইরানের প্রেসিডেন্ট
প্রকাশ : শুক্রবার, ২০ জুন , ২০২৫, ০৬:১৮:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
Desherdak_2025-06-20-6855522f45429.jpg

ইসরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, “যুদ্ধ থামাতে হলে ইসরায়েলকে তার আগ্রাসন শর্তহীনভাবে বন্ধ করতেই হবে।” শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা শান্তি চাই, তবে এই যুদ্ধে ইরানের জড়িত হওয়ার মূল কারণই হলো জায়নিস্ট সন্ত্রাসী বাহিনীর অব্যাহত আগ্রাসন।

এটা বন্ধ না হলে আমাদের প্রতিক্রিয়াও চলবে।” তিনি আরও বলেন, “ইসরায়েলের হামলা বন্ধ না হলে আমরা এমন প্রতিক্রিয়া দেখাব, যাতে তারা অনুতপ্ত হবে।”

এর আগে ১৩ জুন ইসরায়েলের বিমান হামলায় ইরানের কয়েকটি সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকায় বিস্ফোরণ ঘটে। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস’ নামের এক পাল্টা অভিযানে ১৬ রাউন্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই পাল্টা হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে ইরানি গণমাধ্যমের দাবি।

ইরান আরও জানিয়েছে, তারা ইসরায়েলের একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও সাইবার ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের অবস্থান হলো, “আগ্রাসী শক্তি” হিসেবে ইসরায়েল যদি হামলা চালানো বন্ধ না করে, তবে এটি শুধু ইরান নয়, গোটা অঞ্চলকেই বড় ধরনের সংঘাতের মুখে ঠেলে দিতে পারে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝